এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৩ ডিসেম্বর : গাজার বিস্তীর্ণ এলাকার কয়েক’শ কিলোমিটার জুড়ে ভূগর্ভস্থ টানেল করে রেখেছে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । ওই টানেলের ভিতরে অস্ত্রশস্ত্র ও খাবার মজুত করে রেখেছে হামাস । ইসরায়েলে হামলা চালিয়ে ফের গোপন সুড়ঙ্গে সআত্মগোপন করছে সন্ত্রাসীরা । ফলে সন্ত্রাসীদের নিকেশ করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলি বাহিনী । এবারে সন্ত্রাসী হামাসকে জব্দ করতে ইসরায়েলি বাহিনী গাজার টানেলে সমুদ্রের জল ঢোকাতে শুরু করেছে । ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে এটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
যদিও ইসরায়েলি সেনাবাহিনীও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চায়নি । ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে । তবে শুধু টানেলে সমুদ্রের জল ঢোকানোই নয়,বিশেষ মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে টানেলের মুখগুলি । টানেলে আত্মগোপন করা সন্ত্রাসীদের এভাবেই খতম করার পরিকল্পনা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স ।।