এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৩ ডিসেম্বর : বাংলাদেশের পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ির পুজগাং এলাকায় অজ্ঞাত ঘাতককের হাতে খুন হলেন ৪ জন অমুসলিম নেতা । নিহতরা হলেন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা । সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) রাত আনুমানিক ১১টার দিকে পানছড়ির ৯ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এই সময় হামলাকারীরা সংগঠনটির নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা ।
তিনি বলেন,’মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেই জন্যই তারা পানছড়িতে গিয়েছিলেন ।’ তিনি আরও জানান,সোমবার রাতে জেলার পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ঘাতকরা কারা এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি, তা এখনো স্পষ্ট নয় । প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি । খাগড়াছড়ি জেলা পুলিশ জানিয়েছে যে ঘটনা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি ।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত পার্বত্য খাগড়াছড়ি জেলা। রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার । ২০২২ এর জনগননা অনুযায়ী প্রায় ১৯০ বর্গকিমি এলাকাটিতে মোট জনসংখ্যা ৭১৪,১১৯ জন । তার মধ্যে ৪৫.৭১ শতাংশ মুসলিম, ১৪.২৪ শতাংশ হিন্দু, ৩৯.২৮ শতাংশ বৌদ্ধ এবং ০.৭৭ শতাংশ খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ রয়েছে ।।