এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১৩ ডিসেম্বর : রেফারির মুখে ঘুষি মারার জেরে তুরস্কের ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে । আঙ্কারাগুকু দলের সভাপতি ফারুক কোকা ম্যাচ চলাকালীন রেফারি হালিল ওমুত মেলারের মুখে সজোরে ঘুষি মারে । সেই মুহুর্তের দৃশ্য রেকর্ড হয়ে গেছে মাঠে থাকা সাংবাদিকদের ক্যামেরায় । সোমবার তুর্কি ফুটবল ফেডারেশন এই ঘটনাকে “অমানবিক ও ঘৃণ্য” বলে অভিহিত করে লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কথা ঘোষণা করে ।
তুর্কি ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অমানবিক ও ঘৃণ্য হামলা তুর্কি ফুটবলের সকল স্টেকহোল্ডারের বিরুদ্ধে করা হয়েছে। যে কেউ রেফারিকে টার্গেট করেছে এবং রেফারির বিরুদ্ধে অপরাধকে উৎসাহিত করেছে, তারাই এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত ।’
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ওই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং বলেছেন যে ফুটবলে মাঠে বা মাঠের বাইরে কোনও সহিংসতা নেই। এখন পর্যন্ত, এই লীগ কতদিন স্থগিত করা হবে তা জানা যায়নি, তবে তুরস্কের আদালত কোকার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং সহিংসতার জন্য অন্য দুই আসামীকেও গ্রেপ্তার করা হয়েছে । জানা গেছে,ঘটনার দিন আঙ্কারাগুকু ও রিজেস্পোরের মধ্যে খেলা ছিল । ম্যাচটি ১-১ এ অমিমাংসিত থাকে ।।