এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১২ ডিসেম্বর : ‘বিহারের ব্যবসায়ী প্রমোদ যাদব অভিযোগ করেছেন যে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে উত্তরবঙ্গ থেকে কয়লার গাড়ি পাস করানো হচ্ছে । ডালখোলাতে কন্টেনারের ভিতরে গরু,মহিষ লোড করা হচ্ছে । উত্তরবঙ্গকে লুটছে মমতা ব্যানার্জি । গাছ চুরি, এমনকি জন্তু জানোয়ার পর্যন্ত লুট করছে’-আজ মঙ্গলবার দলীয় কর্মসূচিতে শিলিগুড়ি গিয়ে এমনই নজিরবিহীন ভাষায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পর্কে বলেন,’যেমন ঝাড় তেমনি বাঁশ হয়–চাল চোর,গম চোর, আটা চোর,মহানন্দার বালি ফাঁকা হয়ে গেছে । নদীতে গড়িয়ে আসা পাথরগুলোও পর্যন্ত ঝেড়ে দিচ্ছে ।’
শুভেন্দু অধিকারী বলেন,’মমতা বলেন, তিনি নাকি টালির চালের বাড়িতে থাকেন । মা-মাটি-মানুষের প্রতিনিধি । বিধানসভা থেকে নাকি সাম্মানিকও নেন না । অথচ তিনি কার্শিয়াংয়ের এক বিলাসবহুল হোটেলে রয়েছেন । যার ভাড়া প্রতিদিনের ভাড়া ১ লক্ষ ২ হাজার টাকা । আর ওনার ভাইপোর হোটেল ভাড়া দিনে ৮৪ হাজার টাকা করে ।’
মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফর নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন,’মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে এসেছেন ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য । বন্ধ চা বাগানে গিয়ে পুলিশকে দিয়ে শ্রমিকদের ডেকে এনে নিজে চা শ্রমিকদের পোশাক পরে ছবি তুলেছেন, আর বলেছেন ‘তু খিঁচ মেরি ফোটো’।’ তিনি মুখ্যমন্ত্রীকে ‘হীরকরানি’ বলে অবিহিত করেন ।
সেই সাথে উত্তরবঙ্গে শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’পাহাড়ে অনীত থাপার জিটিএ পাঁচ শতাধিক শিক্ষক নিয়োগ করেছে মাথা পিছু ১৫ লাখ করে টাকা নিয়ে ।
এদিন শিলিগুড়িতে সভার পর সাংবাদিক সম্মেলন শেষে দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্যের সচিবালয় উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু অধিকারী । কিন্তু তার আগেই উত্তরকন্যার সামনে রাস্তায় ব্যারিকেড করে রাখে বিশাল পুলিশবাহিনী । পুলিশ শুভেন্দু অধিকারীকে জানায় যে ১৪৪ ধারা জারি করা আছে । এনিয়ে শুভেন্দুসহ বিজেপি নেতাদের মধ্যে তুমুল বাকবিতন্ডা শুরু হয় । শেষে শুভেন্দু জানান যে আদালতের অনুমতি নিয়েই তিনি উত্তরকন্যায় ঢুকবেন । পাশাপাশি তিনি পুলিশকে হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে সব পুলিশকর্মীদের দেখে নেওয়া হবে ।।