এইদিন স্পোর্টস নিউজ,১২ ডিসেম্বর : পেশাদার খেলোয়াড়দের ক্ষেত্রে শুধু প্রতিভাই কাজে আসে না, অনেক সময় ভিন্ন পথেও হাঁটতে দেখা যায় তাদের।১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার দুটি গোলের মধ্যে প্রথমটি ছিল ফুটবল বিশ্বের সবচেয়ে বিতর্কিত গোল । তার মধ্যে অন্যতম হল দিয়াগো মারাদোনার হাত দিয়ে গোল করা,যা ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত ফুটবল বিশ্বে । যতদিন পৃথিবীতে ফুটবল নামক খেলাটির অস্তিত্ব থাকবে, মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোল বিতর্ক টিকে থাকবে ।
তেমনই এক পদ্ধতি অবলম্বন করে অ্যাঙ্গেল ডি মারিয়াকে হারিয়েছিলেন ফিলিপে লুইস। কিন্তু সেই জয়টি দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিলেও তৃপ্ত করতে পারেনি ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। কারন সেই জয়ের পর থেকেই অনুশোচনায় ভুগছিলেন লুইস। অনেক রাত ঘুমাতে পারেননি তিনি। অবশেষে সেই বিতর্কিত কৌশল প্রকাশ্যে আনলেন ব্রাজিলিয়ান তারকা । একই সঙ্গে নিজের কৃতকর্মের জন্য আর্জেন্টাইন উইঙ্গারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি । ওই ম্যাচটা জাতীয় দল নয়, সেটি ছিল ক্লাব ফুটবলে,স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে।
ম্যাচটিতে হেরেছিল রিয়াল। যেখানে ব্যবধান গড়ে দিতে বড় ভূমিকা রেখেছিল লুইস-ডি মারিয়ার ব্যক্তিগত দ্বৈরথ। ওই লড়াইয়ে জিতলেও বিবেকের তাড়নায় শেষ পর্যন্ত হেরে গেলেন লুইস। সোমবার সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘ডি মারিয়ার জন্য আমার অনেক আফসোস হয়। অ্যাটলেটিকো- রিয়াল ম্যাচের আগে অ্যাগুয়েরো আমাকে বলেছিল, ‘যদি তুমি কাছে গিয়ে তার স্ত্রী সম্পর্কে বল তাহলে সে (ডি মারিয়া) হেরে যাবে।’
অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন সতীর্থ অ্যাগুয়েরোর কথা মতোই কাজ করেন লুইস। সেই কাজে সফল হলেও কাজটা যে ঠিক হয়নি সেটি স্বীকার করছেন তিনি। এ নিয়ে আর্জেন্টাইন তারকার কাছে ক্ষমাও চাইলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার, । তিনি বলেছেন, ‘আমি সত্যিই তার স্ত্রীকে নিয়ে বাজে কিছু বলেছিলাম । আমি ম্যাচে তাকে হারিয়েছি। কিন্তু বাড়ি ফেরার পর আমার খুব খারাপ লাগছিল। ডি মারিয়া, আমি দুঃখিত ।’।