এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১২ ডিসেম্বর : সন্ত্রাসী হামাস ও তার সমর্থকদের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন । ইতালি, ফ্রান্স ও জার্মানির বিদেশমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদেশ নীতির প্রধান জোসেপ বোরেলকে এক যৌথ চিঠিতে এই প্রস্তাব দিয়েছে । চিঠিতে বলা হয়েছে, ‘আমরা হামাস এবং তার সমর্থকদের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ঘোষণা করছি ।’
চিঠিতে আরও বলা হয়েছে,’নিষেধাজ্ঞা দ্রুত গ্রহণ করা আমাদের হামাসের প্রতি ইইউ-এর প্রতিশ্রুতি এবং ইসরায়েলের সাথে আমাদের সংহতি সম্পর্কে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা পাঠাতে সক্ষম করবে।’ একটি ইসরায়েলি সংবাদপত্রে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্যে ৬১ শতাংশই বেসামরিক নাগরিক। হারেৎজ পত্রিকা লিখেছে যে বিংশ শতাব্দীর সংঘাতের মধ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১৭,৭০০ ছাড়িয়েছে । মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪০ শতাংশই শিশু।।