এইদিন ওয়েবডেস্ক,মালদা,২০ মে : লক্ষাধিক টাকার ব্রাউন সুগারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করল মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম আলম খান। তার বাড়ি কালিয়াচকের ইমামজাগির এলাকায় । বুধবার গভীর রাতে সুলতানিয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে ৩০৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে । যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা । বৃহস্পতিবার ধৃতকে মালদা আদালতে তুলে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক কারবারির নাম আলম খান। তার বাড়ি কালিয়াচকের ইমামজাগির এলাকায় । বুধবার গভীর রাতে সুলতানিয়া মোড় এলাকার জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল আলম খান । তার হাতে ছিল একটি প্লাস্টিকের প্যাকেট । সেই সময় সড়ক পথে টহলদারি চালাচ্ছিল কালিয়াচক থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । পুলিশের সন্দেহ হওয়ায় তার কাছে যায় । কিন্তু পুলিশকে দেখেই সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে আলম । যদিও পুলিশ তাকে ধরে ফেলে । পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে । তখন আলমের হাতে থাকা প্যাকেট পরীক্ষা করে পুলিশ জানতে পারে তাতে ব্রাউন সুগার রাখা আছে । এরপর আলম খানকে গ্রেফতার করে পুলিশ ।
পুলিশের অনুমান ওই ব্রাউন সুগার কোথাও পাচারের জন্য নিয়ে যাচ্ছিল আলম খান । বুধবার রাতে সুলতানিয়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে সে গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিল । কিন্তু দীর্ঘক্ষন গাড়ি না আসায় শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই মাদক কারবারি । পুলিশ জানিয়েছে,এই চক্রে আর কারা যুক্ত তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।।