এইদিন ওয়েবডেস্ক,ভুবনেশ্বর,১১ ডিসেম্বর : দীর্ঘ ৫ দিন ধরে গননা শেষে ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর (Dhiraj Prasad Sahu) পরিবারের মালিকানাধীন ওড়িশা-ভিত্তিক ডিস্টিলারি কোম্পানি থেকে ৩৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ । নোটগুলি ২০০ টি বস্তায় ভরে ব্যাঙ্কে স্থানান্তর করা হয় । ৪০ টি নোট গণনা মেশিনের সাহায্যে গণনা সম্পন্ন হয়েছিল। ৮০ জনের সমন্বয়ে ৯ টি দল দিয়ে দিনরাত গণনা করা হয়েছিল। বৌধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড(Boudh Distillery Private Limited)- এর প্রবর্তক এবং অন্যান্যদের বিরুদ্ধে ম্যারাথন অভিযান রবিবার পঞ্চম দিনে প্রবেশ করে । কর ফাঁকি ও ‘অফ-দ্য-বুক’ লেনদেনের অভিযোগে গত ৬ ডিসেম্বর অভিযান চালানো হয় ।
বিপুল পরিমাণ নোট বাজেয়াপ্ত করার পর, বিজেপি কালো টাকার বিরুদ্ধে সাংসদের পুরনো টুইটকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সাহু ২০২২ সালে টুইট করেছিলেন যে নোটবন্দীকরণের পরেও দেশে কালো টাকা এবং দুর্নীতির অব্যাহত রয়েছে । যদিও আয়কর বিভাগের এই অভিযানের বিষয়ে মুখ খোলেননি ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরাজ প্রসাদ সাহু ।।