দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ ডিসেম্বর : সড়ক পথের ধারে লাগানো গাছ কেটে প্রকাশ্য দিবালোকে হাপিশ করে দিল অজ্ঞাত লোকজন । পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার করজগ্রামের গ্রামের ঘটনা । কারা গাছগুলি কেটে নিয়ে নিয়ে গেছে তা এখনো স্পষ্ট নয় । ঘটনার খবর পেয়ে আজ সোমবার ঘটনাস্থলে তদন্তে যায় বনবিভাগের কাটোয়া অফিসের দুই কর্মী । যদিও করজগ্রাম পঞ্চায়েতের প্রধান ও পূর্ত দফতর গাছ কেটে নিয়ে যাওয়ার দায় স্বীকার করেনি । তাহলে কারা গাছগুলি কেটে নিয়ে গেল, এনিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে এলাকার বাসিন্দারা । স্থানীয় গ্রামবাসীর সন্দেহ স্থানীয় কোনও অসাধূ চক্র এই ঘটনায় যুক্ত ।
জানা গেছে,করজগ্রামের ভিতরে পাকা রাস্তার দু’ধারে সরকারি ভাবে ইউক্যালিপটাস, সোনাঝুরি, শিশুসহ বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ লাগানো হয়েছিল ৷ গাছগুলি বেশ বড়ও হয়ে গিয়েছিল । কিন্তু কয়েকদিন ধরেই কেউ বা কারা নির্বিচারে গাছ কাটা শুরু করে । প্রায় ৬০ টি গাছ কেটে ফেলা হয়েছে । লোপাট হয়ে গেছে কেটে ফেলা অর্ধেকেরও বেশি কাছের গুঁড়ি ও ডালপালা । পরে গ্রামবাসীরা এনিয়ে কৌতুহল দেখাতে শুরু করলে বাকি গাছের গুঁড়ি ও ডালপালা ফেলে রেখে দেওয়া হয় ।
বনবিভাগের কাটোয়া অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন,’গাছ কাটার জন্য বনবিভাগের কাছে কেউ অনুমতি নিতে আসেনি । সেই কারনে কারা গাছ কাটার ঘটনায় জড়িত তা আমাদের কাছে স্পষ্ট নয় ।’
করজগ্রাম পঞ্চায়েতের প্রধান নারান সাঁতরা জানান, পঞ্চায়েতের তরফে থেকে গাছ কাটা হয়নি । তবে পূর্ত বিভাগ থেকে রাস্তার কাজের জন্য কাটছে কিনা তা তাদের কাছে কোনো খবর নেই । যদিও পূর্ত দফতরও গাছ কাটার দায় স্বীকার করেনি । এখন প্রকাশ্যে সকলের নাকের ডগা দিয়ে কিভাবে অত গাছ কেটে হাপিশ করে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায় ।।