এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১১ ডিসেম্বর : ফিলিস্তিনি বিদেশমন্ত্রী রিয়াদ আল মালিকির ওপর মিডিয়া নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা । নিষেধাজ্ঞা অনুসারে আল মালিকি কোনো গণমাধ্যম বা সাংবাদিকের সঙ্গে কথা বলতে পারবেন না । শনিবার ওয়াশিংটনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিদেশমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেই সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্র বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন,’মার্কিন কর্তৃপক্ষ ফিলিস্তিনের বিদেশমন্ত্রীকে কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলতে নিষেধ করেছে। মার্কিন সরকার রিয়াদ আল মালিকির ওপর বিধিনিষেধ আরোপ করেছে, যার কারণে তিনি গণমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না বা গণমাধ্যমের সঙ্গে কোনোভাবে জড়িত হতে পারবেন না।’
সাংবাদিক সম্মেলনের পর বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, জো বাইডেন প্রশাসন ভিসা অনুমোদনের পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনের বিদেশমন্ত্রীর গণমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তবে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি অস্বীকার করেছে। মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইনে ভিসার রেকর্ডগুলো গোপনীয়, তাই আমরা কোনো পৃথক ভিসা সংক্রান্ত বিবরণ নিয়ে আলোচনা করতে পারি না। তবে যুক্তরাষ্ট্র অভিবাসন আইনে এমন কোনো বিধান নেই যাতে কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিষিদ্ধ করে এবং আমরা এমন কোনো বিধিনিষেধ আরোপ করিনি যা কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করে।’।