এইদিন স্পোর্টস নিউজ,১১ ডিসেম্বর : স্প্যানিশ লা লিগার ১৬ তম সপ্তাহের দ্বিতীয় রাতে জিরোনার কাছে ৪-২ এ হেরে তালিকার চতুর্থ স্থানে চলে এসেছে বার্সেলোনা ফুটবল দল । রবিবার রাতে লুই কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল । ঘরের মাঠে দাপট দেখিয়েছে বার্সেলোনা। আক্রমণেও এগিয়ে ছিল তারা। তবে ম্যাচের প্রথম গোল পায় জিরোনা। ম্যাচের ১২ মিনিটে ভিক্টর সিগানকভের পাস ডি-বক্সে পেয়ে বল জালে জড়ান আর্টেম ডভবাইক। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি।
তবে বিরতির আগে আবারও এগিয়ে যায় জিরোনা। ম্যাচের ৪০তম মিনিটে ইভান মার্টিন থেকে পাওয়া বল দারুণভাবে জালে জড়ান মিগুয়েল। ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে থাকে বার্সা। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ম্যাচের ৮০ মিনিটে আরেকটি গোল হজম করে জাভির দল। ডি-বক্সে স্টুয়ানির সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে দারুণ এক গোল করেন ভ্যালেরি ফার্নান্দেজ। তাতেই বোঝা যায়, এই ম্যাচ থেকে ছিটকে গেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।তবে ম্যাচের যোগ করা সময়ে গুন্ডোগানের গোল বার্সার ফিরে আসার ইঙ্গিত দেয়। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্টুয়ানি জিরোনার হয়ে চতুর্থ গোল করলে বার্সেলোনার হার নিশ্চিত হয়।
এই পরাজয়ের সাথে, বার্সেলোনা স্প্যানিশ ফুটবল লিগ টেবিলের চতুর্থ স্থানে নেমে যায় এবং ১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট ৪১ । চলতি মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। আর ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বার্সেলোনা। উল্লেখ্য, ২০১৯ সালের পর বার্সেলোনার বিপক্ষে মিশেলের ছাত্রদের এটাই প্রথম জয় ।।