এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ : কাটোয়ায় দেনার দায়ে হতাশায় আত্মঘাতী হলেন এক ব্যাবসায়ী। মৃতের নাম অমিত হুই(৪০) । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার চরঘোষহাটের বাসিন্দা অমিতবাবু মাছের ব্যাবসা করতেন । বৃহস্পতিবার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে কাটোয়া থানার পুলিশ । পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
জানা গেছে, চরঘোষহাটের বাসিন্দা অমিত হুই কাটোয়ার পানুহাট বাজারে মাছ বিক্রি করতেন । পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও তিনি মাছ সরবরাহ করতেন । মৃতের বাড়িতে রয়েছেন বিধবা মা, স্ত্রী ও ১০ বছরের ছেলে । পাশেই পৃথম সংসারে থাকেন অমিতবাবুর ভাই পেশায় টোটো চালক সমিত হুই ।
সমিতবাবু জানিয়েছেন, গতবছর লকডাউনের কারনে তাঁর দাদার ব্যবসা দীর্ঘদিন বন্ধ ছিল । সেই সময় ব্যবসার পূঁজি ভেঙে সংসার চালাতেন তাঁর দাদা । তারপর লকডাউন কাটতেই ধারদেনা করে ফের সবে তিনি ব্যাবসা শুরু করেছিলেন । কিন্তু করোনার দ্বিতীয় দফার সংক্রমণের কারনে ফের শুরু হয়ে যায় আংশিক লকডাউন । ফলে মার খায় দাদার ব্যাবসা । তিনি বলেন, ‘সংসার খরচ চালানোর পর দেনা পরিশোধ করতে গিয়ে হিমসিম খাচ্ছিলেন দাদা । এই কারনে বেশ কিছুদিন ধরে দাদাকে মনমরা হয়ে থাকতে দেখা যাচ্ছিল । কিন্তু দাদা যে আত্মঘাতী হবেন তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি ।’
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,বুধবার রাতে খাওয়া দাওয়ার পর একটি আলাদা ধরে শুতে চলে যান অমিতবাবু । এদিন অনেক বেলা হয়ে গেলেও তিনি ঘর থেকে বেরুচ্ছেন না দেখে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেন । শেষে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলে অমিতবাবুর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় । এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।