এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ ডিসেম্বর : শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় ইডির নজর এখন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র “কালীঘাটের কাকু” বা সুজয়কৃষ্ণ ভদ্রর উপর । তিনি নাকি শারিরীকভাবে অসুস্থ, তাই এসএসকেএমের আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে । “কালীঘাটের কাকু”কে কার্যত জামাই আদরেই হাসপাতালে রাখা হয়েছে বলে অভিযোগ উঠছে । এদিকে ভর্তি করতে টালবাহানার জেরে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এসএসকেএম হাসপাতাল কর্তপক্ষের দিকে আঙুল তুলেছেন মৃতার পরিবার । মৃতার নাম আকলিমা বেগম ।
জানা গেছে,শুক্রবার রাতে আকলিমা বেগম নামে ওই বৃদ্ধাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । কিন্তু বেড নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে । ফলে চিত্তরঞ্জন হাসপাতালে বৃদ্ধাকে নিয়ে ছোটেন পরিবারের লোকজন । কিন্তু সেখানেও একই অবস্থা । অগত্যা ফের তারা এসএসকেএম হাসপাতালে ফিরে আসেন । এদিকে এত ধকল সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত শনিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধা ।
মৃতার পরিবারের অভিযোগ,এসএসকেএম থেকেই চিত্তরঞ্জনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল । কিন্তু সেখানে বেড না পেয়ে ফিরে এলে রাতটা কোনো রকমে হাসপাতালে কাটিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয় । কিন্তু পরের দিনেও বেড নেই বলে জানানো হয় । পরিবর্তে কার্ডিওলজি বিভাগের আউটডোরে দেখে গুরুতর অসুস্থ অবস্থাতেই রোগিনীকে পরীক্ষার পর ‘ভালো আছে’ বলে ছেড়ে দেওয়া হয় । কিন্তু হাসপাতালেই মৃত্যু হয় রোগিনীর । বৃদ্ধার মৃত্যুর পর এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের লোকজন ।।