আমি একটি গোলাপ
যাকে নিয়ে তোমরা করো প্রেমালাপ।
বিয়েবাড়ি, প্রেমিকের হাতে সব জায়গাতেই আমি,
তোমাদের আকৃষ্ট করে
আমার রক্তিম আভা পাপড়ি।
যৌবন, সৌন্দর্য যখন ছিল আমার
সবাই পাগল তখন আমাকে নিয়ে
একবারও হাত কাপে না তখন আমাকে তুলতে গিয়ে।
হঠাৎ, একদিন আঘাত নামলো আমার উপর
দূরে সরালে আমায়, আমার প্রিয়র থেকে,
আমার ভরা যৌবনের সৌন্দর্যে
হাসি ফুটিয়ে ছিলে সেদিন তুমি তোমার প্রিয়তমার মুখে।
প্রতিদানে আমি কি পেলাম!
নষ্ট হলো আমার অঙ্গ, কমল হৃদয়
পাঁপড়ি ছিঁড়ে, ঝরাপাতার মতো শুকিয়ে,
শেষে আমি রইলাম পড়ে ফুটপাতের ধারে।
আজ আমার এক নতুন বিবরণ
চূর্ণবিচূর্ণ বিবর্ণ ঝরে পড়া একটি গোলাপ।।