এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১০ ডিসেম্বর : মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট এক বিবৃতিতে জানিয়েছে যে ওয়াশিংটন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের পাশে রয়েছে । ‘এক্স’ সোশ্যাল নেটওয়ার্কে একটি বার্তা পোস্ট করে, তিনি বলেছেন যে ইসলামাবাদে তার দুই দিনের সফরে, টিটিপি থেকে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ এবং আফগান শরণার্থীদের সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছিল । এদিকে আমেরিকার এই মন্তব্যের পর ক্ষুব্ধ হয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) । তারা আমেরিকাকে পরামর্শ দিয়েছে যে পাকিস্তান সরকারের সাথে তাদের যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা উচিত নয় । শনিবার এক বিবৃতিতে টিটিপি বলেছে যে তাদের একমাত্র নিশানা হল পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা।
টিটিপি সম্প্রতি পাকিস্তানে তাদের আক্রমণ বাড়িয়েছে,তারা বলেছে যে তাদের যোদ্ধাদের পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে জিহাদ করার জন্য অন্য কোনো দেশের ভূখণ্ডের প্রয়োজন নেই । টিটিপির তরফে জারি করা এই বিবৃতিতে বলা হয়েছে,’আমাদের জিহাদ আমাদের নিজস্ব ভূমি থেকে মুজাহিদীন ও জনগণের সহায়তায় অব্যাহত রয়েছে। এক্ষেত্রে আমাদের অন্য কোনো দেশের মাটি ব্যবহার করার প্রয়োজন নেই ।’
পাকিস্তান সরকার তালিবানদের আফগানিস্তানের অভ্যন্তরে টিটিপি যোদ্ধাদের নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগ করে। যদিও ইসলামাবাদের দাবি প্রত্যাখ্যান করে তালিবান বলেছে যে তাদের শাসনাধীন আফগানিস্তানের ভূখণ্ড থেকে কোনো দেশের জন্য কোনো হুমকি নেই ।
এদিকে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে দেশটির সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের পর অন্তত আটজন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ৯ ডিসেম্বর শনিবার এই সংঘর্ষ হয়। বিবৃতি অনুযায়ী, বিদ্রোহী আস্তানার বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানি সামরিক বাহিনী নিহত যোদ্ধাদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি, তবে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ওই এলাকার বেশিরভাগ অংশে সক্রিয় । এই অভিযানে, যোদ্ধাদের কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী ।।