এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৯ ডিসেম্বর : ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস এক ইসরায়েলি পনবন্দি ছাত্রকে নির্মমভাবে হত্যার পর ভিডিও প্রকাশ করেছে । ২৫ বছর বয়সী ওই যুবককে গত ৭ অক্টোবর ইসরায়েলের কিবুতজ বেইরি থেকে অপহরণ করা হয়েছিল । ভিডিওটিতে দেখা যাচ্ছে বন্দি যুবক জীবিত এবং কথা বলছে এবং তারপরে এটি একটি রক্তাক্ত দৃশ্য এবং রক্তে ঢেকে থাকা অস্ত্রগুলি দেখায় এবং তারপরে তার মৃতদেহ দেখতে পাওয়া যায় । দেখা যায় যে যুবকের চোয়াল ভাঙা, হাত ভাঙা, বাম দিকের চোখ ওপড়ানো । এতেই স্পষ্ট যে যুবককে হত্যার উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে ।
ভিডিওতে এক হামাস সন্ত্রাসীর বক্তব্য শুনতে পাওয়া যায় । সন্ত্রাসী জানায় যে যুবকের নাম সার বারুচ (Saar Baruch) । তাকে একজন ইসরায়েলি সৈনিক বলে উল্লেখ করে বলা হয়, তাকে ৪০ দিন ধরে পনবন্দি করে রাখা হয়েছিল । সেই হিসাবে ভিডিওটি ২৩ দিন আগে রেকর্ড করা হয়েছিল বলে অনুমান । তবে ওই যুবকের উপর যেভাবে নির্যাতন করা হয়েছিল তাতে ইসরায়েলের দাবিই সঠিক বলেও প্রমানিত হয় । এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলে ছিলেন যে হামাস ইসলামি স্টেটের থেকেও নৃশংস ।।