এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ ডিসেম্বর : নিয়োগের দাবিতে এক হাজার দিন ধরে ধর্মতলায় ধর্ণা প্রদর্শন করছেন চাকরিপ্রার্থীরা । আজ শনিবার সব আশা ছেড়ে দিয়ে প্রতিবাদ স্বরূপ নিজের চুল পর্যন্ত কেটে ফেলেন রাসমণি পাত্র নামে এক মহিলা চাকরি প্রার্থী । শেষ পর্যন্ত টনক নড়ল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর । এদিন শনিবার ধর্ণামঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । কুণাল মঞ্চে আসতেই ধর্ণামঞ্চ থেকে “চোর চোর” স্লোগান ওঠে । পরে অবশ্য কুণাল ঘোষ আন্দোলনকারীদের পাশে বসেই ফোন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে । শেষ পর্যন্ত সোমবার দুপুরে ৩ টেয় শিক্ষামন্ত্রী আন্দোলন কারীদের সঙ্গে দেখা করবেন বলে জানান । ওইদিন চাকরিপ্রার্থীদের ৭ সদস্যের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী সঙ্গে কথা বলতে যাবেন বলে জানা গেছে ।
কুনাল যাওয়ার আগে মস্তক মুণ্ডন করা রাসমণি পাত্র কাঁদতে কাঁদতে বলেন,’আর কি করলে মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙবে ? আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন করতে চাই যে আমাদের নিয়োগ কবে হবে ? বিচার চলছে চলুক । বিচারব্যবস্থা মানেই দীর্ঘসূত্রিতায়। দিনের পর দিন শুনানির তারিখ দিয়ে আমাদের জীবন শেষ করে দিয়েছে আদালত । আমাদের বিপদের মুখে ঠেলে দিয়েছে আমরা চাই দ্রুত বিচার হোক ।’ পাশাপাশি তিনি সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । শেষ পর্যন্ত কুণাল ঘোষ গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আন্দোলনকারীদের সাথে কথা বলিয়ে দেওয়ায় সাময়িক জট কাটার আশা দেখছেন তাঁরা ।।