এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৯ নভেম্বর : উত্তরপ্রদেশের ঘোসির মৌ থানা এলাকায় একটি প্রাক-বিবাহের অনুষ্ঠান(হলদি) চলাকালীন হঠাৎ একটি দেয়াল ধসে পড়ার ৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ২১ জন । মৃতিদের মধ্যে ৫ জন মহিলা এবং একটি শিশুও রয়েছে । দেয়াল ধসে পড়ার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, বেশ কিছু মহিলা, পুরুষ ও শিশু দল বেঁধে একটি গলি দিয়ে যাচ্ছে । সেই সময় পিছনের দিকের একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বিয়ের আনন্দ নিমেষের শোকে পরিনত । পরে প্রশাসনের তরফে বুলডোজার এনে ধ্বংসাবশেষ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয় । শুক্রবার বিকেলের দিকে এই দূর্ঘটনাটি ঘটে ।
ঘটনার পর জেলা ম্যাজিস্ট্রেট অরুণ কুমার সংবাদ মাধ্যমের কাছে জানান, প্রাক-বিবাহের (‘হালদি’) অনুষ্ঠান চলাকালীন ঘটনাটি ঘটে যখন একটি দেয়াল হঠাৎ ধসে ঘটনাস্থলে উপস্থিত প্রায় ২০ জনের উপর পড়ে। আপাতত জানা গেছে যে তিনজন মহিলা সহ চারজন মারা গেছেন । আর ১৬ জন, যাদের বেশিরভাগই মহিলা, আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন । তিনি জানান, নিহতরা হলেন পূজা (৩৫), পুনম (৫০), ছন্দা (২০) এবং আনভি (৪) ।।