দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ ডিসেম্বর : তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলার জেরে রড দিয়ে ভাইঝির মাথা ফাটিয়ে গ্রেফতার হলেন কাকা । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালুত্তক গ্রামের ঘটনা । ধৃতের নাম কাসেম শেখ (৫৪)। শুক্রবার রাতে গ্রেফতারের পর আজ শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ । কাসেম শেখের জখম ভাইঝি ইসমাতারা খাতুনের (২০) মাথায় ১১ টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,কাসেম শেখ ও তার দাদা শেখ আবু তালেব পাশাপাশি বাড়িতে বসবাস করে । দুই বাড়ির মাঝে চলাচলের জন্য একটা সরু গলি রয়েছে । আবু তালেব বাড়িতে মোটরসাইকেল ঢোকানোর সুবিধার সদর দরজার সামনে সরু ঢালাই দিচ্ছিল । আর তা ঘিরেই দুই পরিবারের মধ্যে ঝামেলার সূত্রপাত ।
আবু তালেবের পরিবারের অভিযোগ যে বাকবিতন্ডার মাঝে কাসেম শেখ ও তার পরিবারের লোকজন চড়াও হয়ে আবু তালেব ও তার ছেলেকে ব্যাপক মারধর শুরু করে । এই দেখে ইসমাতারা তার বাবা ও দাদাকে বাঁচাতে ছুটে আসে । আর তখনই কাসেম শেখ একটা লোহার রড দিয়ে ইসমাতারার মাথায় সজোরে আঘাত করে বলে অভিযোগ । তার জেরে মাথা ফেটে গিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয় ওই তরুনীর । তাকে দ্রুত ভাতার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ।
জানা গেছে,এই ঘটনায় কাসেম শেখ সহ চারজনের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন শেখ আবু তালেব৷ অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত কাসেমকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ ।।