এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ ডিসেম্বর : ব্যবসায়ী গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন করার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ এবং দামী উপহার পাওয়ার অভিযোগে অভিযুক্ত টিএমসি সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হল সংসদ থেকে । আজ শুক্রবার সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের বিষয়ে নীতিশাস্ত্র কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করা হয় । নীতিশাস্ত্র কমিটির রিপোর্ট আগে গত ৪ ডিসেম্বরে লোকসভার আলোচ্যসূচিতে তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু তখন তা উপস্থাপন করা হয়নি। মহুয়ার বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সুপারিশগুলি নিয়ে আলোচনা করার দাবি করেছেন বিভিন্ন বিরোধী সদস্যরা । সেই মত এদিন সংসদে আলোচনার পর মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় । আর এরপরেই কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতাদের সাথে টিএমসি নেতা মহুয়া মৈত্র সংসদ থেকে ওয়াক আউট করেন । ক্ষুব্ধ মহুয়া মৈত্রের দাবি,’এথিক্স কমিটির বহিষ্কার করার ক্ষমতা নেই…এটি বিজেপির শেষের শুরু।’
এদিকে মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিলের ইস্যুতে বর্তমানে উত্তরবঙ্গে থাকা তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া হল,’মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি । রাজনৈতিক প্রতিহিংসা করা হয়েছে। সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে । দল তার পাশে রয়েছে ।’ পাশাপাশি তিনি বলেন,’লোকসভা ভোটে জনগণ এর জবাব দেবে ।’
যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন । তিনি বলেছেন,’সংসদের গরিমা খর্ব করার জন্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করল এথিক্স কমিটি ।’।