সদ্য প্রস্ফুটিা বালিকা আমি। নবযৌবনা। এক এক করে পাপড়ির উন্মোচনে আমার রূপলাবণ্য অন্যের কাছে বেশ ঈর্ষণীয় হয়ে উঠেছে বলাই যায়। প্রতিবেশী বন্ধুদের বাঁকা চোখের চাহনি হৃদয়ে জাগিয়েছে তুফান। আমি যূথিকা,আমি সম্পূর্ণা। উদ্ধত যৌবনা। দুনিয়া দেখার আগ্ৰহ আমার দু’চোখ জুড়ে।অজানাকে জানার দুরন্ত পিপাসায় পত্রের ছত্রছায়া ত্যাগ করে সবে বাইরে উঁকি দিয়েছি, একরাশ পুবালি বাতাসের ছোঁয়ায় মনটা যেন কার অপেক্ষায় অধীর হয়ে উঠল।
অথচ পরম পুরুষের পায়ে নিজেকে সঁপে নিশ্চিন্ত হবার জন্য আমার জন্ম। প্রেম আমার জীবনে অভিশাপ। কিন্তু কালের অমোঘ নিয়মে আমার শরীর জুড়ে বইছে প্রেমের জোয়ার। মুক্তোর ধারার মতো বারিধারার শীতল স্পর্শ আমার রৌদ্রতপ্ত বিশুষ্ক হৃদয়টাকে ছোঁয়া মাত্রই শরীরে জাগল চোরা শিহরণ। সারা দুপুর জুড়ে টুপটাপ ঝরে পড়া বারিধারার বাদলা ছন্দে আমার ক্ষুদ্র হৃদয়ের সবটুকু উজাড় করে পরমানন্দে মিলিত হলাম প্রেমিক বৃষ্টির সাথে। তার প্রতিটা ফোঁটা আমার রূপ-রস-গন্ধ চুরি করে আমাকে করল ঋদ্ধ। পরম পুরুষের পায়ে নিজেকে সঁপে দেওয়া আমার আর হলো না। দিনান্তে বৃষ্টির সোহাগ পরশ মেখে এক সময় টুপ করে ঝরে পড়লাম ধরনীর বুকে। হঠাৎ মনে হল আমার তো জন্মই বৃথা হল। আমার যে দেখাই হল না পরম পুরুষের সাথে। আমার আশা অপূর্ণ থাকলেও আমি যে প্রেমে পূর্ণ। এই জন্যই বোধহয় বলে সব ফুলে দেবপূজা হয় না, কারণ আমি যে কলুষিত। প্রেমের পরশে আমার সকল শূচিতা হারিয়ে আমি যে রিক্ত।।
‘এইদিন’-এর টাটকা আপডেট পেতে গুগুল নিউজে ফলো করুন :https://news.google.com/publications/CAAqBwgKMIbtpgsw7ve-Aw