এইদিন ওয়েবডেস্ক,ব্রাসেলস,০৭ ডিসেম্বর : আজ বৃহস্পতিবার সকালে বেলজিয়ামের রাজধানী শহর সেন্ট্রাল ব্রাসেলসের একটি প্রধান শপিং স্ট্রিটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । এভিনিউ দে লা টয়সন ডি’অর-এ সকাল সাড়ে ৭ টার দিকে এই ঘটনাটি ঘটেছে । এটি একটি ব্যস্ত বাণিজ্যিক রাস্তা । আশপাশে প্রচুর উচ্চতর ফ্যাশন বুটিক কেন্দ্র রয়েছে । ফলে এলাকায় সব সময়েই প্রচুর জনসমাগম হয় । জানা গেছে,ভিড় লক্ষ্য করে এক বন্দুকধারী ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরে সাংবাদিকদের বলেন,চারজন গুলিবিদ্ধ হয়েছে । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সাড়ে ৭টায় ডাকার পর পুলিশ আসার সময় হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।’
বেলজিয়ামের গণমাধ্যমের খবর অনুযায়ী,হামলার পর গোটা এলাকা খালি করা হয়েছে। যদিও এটি সন্ত্রাসী হামলা ভাবার কোনো কারন নেই বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরে । তিনি বলেন,’এই মুহুর্তে, এটি একটি সন্ত্রাসী কাজ ছিল বলে আমাদের মনে করার কিছু নেই ।’।