এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৭ ডিসেম্বর : দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে তান্ডব চালিয়ে এখন পশ্চিমবঙ্গে ঢুকেছে ঘূর্ণিঝড় ‘মিচাং’ । কয়েকদিন ধরে মেঘলা আকাশ দেখে মিচাং’-এর আগমনের ইঙ্গিত পাওয়া গেলেও ঝড়জল হয়নি । কিন্তু বুধবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা ২৪ ঘটনার অধিক সময় ধরে নাগাড়ে বৃষ্টিপাত চলছে । এদিকে কোনো কোনো কৃষক খরিফ মরশুমের ধান সদ্য মাঠ থেকে তুলতে শুরু করেছিলেন । কিন্তু আচমকা বৃষ্টিপাতের কারনে মাঠ ভর্তি জল জমে গেছে । ফলে শস্যগোলা বলে পরিচিত পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকার কৃষকদের মাথায় কার্যত হাত পড়ে গেছে । কৃষকদের আশঙ্কা ঘূর্ণিঝড় ‘মিচাং’-এর কারনে এবারের খরিফ মরশুমে তাদের প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে
তবে শুধু ধানই নয়, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট, কাটোয়া,কেতুগ্রাম,আউশগ্রাম,পূর্বস্থলীসহ ব্লকগুলিতে আলুসহ বিভিন্ন শাকশব্জির চাষ হয় । কিন্তু জমিতে জল জমে যাওয়ায় ওই সমস্ত কৃষকরাও ক্ষতির আশঙ্কা করছেন । আউশগ্রামের চাষী গদাধর ঘোষ জানান,সবে ধান কাটা কাটা শেষ হয়েছিল । মাঠেতেই পড়ে আছে ধান গাছ । কিন্তু অকাল বৃষ্টির কারনে জমিতে জল জমে গেছে । এই অবস্থায় বৃষ্টি না থামলে সব ধান নষ্ট হয়ে যাবে । একই কথা শোনালেন আউশগ্রামের আলুচাষি পরিক্ষীৎ ঘোষ । তিনি বলেন,’সপ্তাহ খানেক আগে জমিতে আলুর বীজ বসিয়েছি । জমি এখন জলে তলায় । সব আলুবীজ নষ্ট হয়ে যাবে ।’
যদিও পূর্ব বর্ধমান জেলার কৃষি উপ আধিকারিক নকুল চন্দ্র মাইতির দাবি যে তেমন ক্ষয়ক্ষতি হবে না কৃষকদের । তিনি বলেন,’মাঠ শুকনো ছিল, বৃষ্টিপাত কমলেই মাঠের জল দ্রুত শুকিয়ে যাবে ।’এছাড়া এখনো পর্যন্ত ৮০ শতাংশ জমিতে ধান কাটা হয়ে গেছে বলেও তিনি জানান ।
এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাত হবে । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায় । তবে শুক্রবার থেকেই রাজ্যে আবহাওয়ায় বিরাট বদল হবে এবং জাঁকিয়ে শীত পড়বে ।।