প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ নভেম্বর : পথ দুর্ঘটনায় লাগাম পরাতে এই রাজ্যে চালু হয়েছে ’সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী । সেই কর্মসূচী সফল করতে পুলিশ ও প্রশাসনের তৎপরতার অন্ত নেই।তবুও জোরে বাইক চালানোর প্রতিবাদ করে চরম মাশুল দিতে হল এই রাজ্যেরই এক প্রতিবাদী কে।রড,লাঠি দিয়ে ব্যাপক মারধোর করে জখম করা হয়েছে প্রতিবাদী পিয়ার আলী শেখকে । অভিযোগ, শুধু মারধোর করেই খান্ত থাকেনি হামলাকারী মদ্যপ বাইক আরোহীরা । প্রতিবাদী পিয়ার মারা গেছে মনে করে ওই হামলাকারীরা তাকে তুলে নিয়ে একটি নির্জন জায়গায় ফেলে রেখে দিয়ে পালিয়ে যায়।মারধোরে মারাত্মক জখম পিয়ার এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার কথা জেনে স্তম্ভিত পূর্ব বর্ধমানে কালনার নান্দাই এলাকার মানুষজন।ঘটনার তদন্তে নেমে কালনা থানার পুলিশ অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পিয়ার আলী শেখ এর বাড়ি কালনার নান্দাই এলাকার নতুন গ্রামে । স্বামী পিয়ার আলীকে অমানবিক ভাবে মারধোরের ঘটনা নিয়ে তাঁর স্ত্রী আদুরি বিবি মঙ্গলবার রাতে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশকে তিনি জানিয়েছেন,সোমবার রাতে স্থানীয় সমুদ্রগড় গোয়ালপাড়া সংলগ্ন এলাকায় সঙ্গীতানুষ্ঠান ছিল । তাঁর স্বামী পিয়ার আলী সেই সঙ্গীতানুষ্ঠান দেখতে গিয়েছিলেন।অনুষ্ঠান শেষ হলে রাত আনুমানিক দেড়টা নাগাদ বাইকে চেপে তাঁর স্বামী বাড়ি ফিরছিলেন। বাইকে পেট্রোল ভরার জন্য তিনি নান্দাই এলাকার পেট্রোল পাম্পের সামনে দাঁড়ান।তখন তাঁদেরই তিন প্রতিবেশী রাজীব মোল্লা, মনিরুল মোল্লা ও সুমন শেখ মদ্যপ অবস্থায় একটি বাইকে চেপে এসে পিয়ারের বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে।
আদুরি বিবির দাবি,এইভাবে জোরে বাইক চালিয়ে এসে ধাক্কা মারার প্রতিবাদ করেন তাঁর স্বামী।আর সেই প্রতিবাদ মেনে নিতে না পেরে ওই তিন মদ্যপ বাইক আরোহী তাঁর স্বামীর উপর চড়াও হয় ।প্রাণে মেরে দেবার উদ্দেশ্যে লড, দা ,ইট ,চপার প্রভৃতি দিয়ে প্রতিবেশীরা তাঁর স্বামীর উপর চড়াও হয়। তারা বেপরোয়া ভাবে মারধোর করে তার স্বামীকে। মারধোর করে পিয়ারের ডান হাত ভেঙে দিয়েছে
হামলাকারীরা।এ ছাড়াও পিয়ারে মুখ সহ শারীরের বিভিন্ন স্থানে মারধোর করে তাকে রক্তাত করা হয় ।মারধোরে মারাত্মক জখম হয়ে পিয়ার জ্ঞান হারালে হামলাকারীরা মনে করে পিয়ার মারা গিয়েছে। তখন হামলাকারীরা পিয়ারের গলায় থাকা সোনার হার, আঙুলে থাকা আংটি এবং ম্যানিব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয় । এরপরে অর্ধমৃত অবস্থায় পিয়ারকে তুলে নিয়ে তারা ঘটনাস্থলের অদূরে বেলতলা এলাকায় ধান জমিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
আদুরি বিবির কথা অনুযায়ী,রাতে তাঁর স্বামী বাড়ি ফেরেন নি। মঙ্গলবার সকাল হতেই তিনি সহ তাঁর পরিবার সদস্যরা পিয়ারের খোঁজ শুরু করেন ।
তখন ওই ধান জমিতে পিয়ার কে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।আঘাত গুরুতর থাকা পিয়ার এখন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলো তাঁর স্ত্রী আদুরি বিবি জানিয়েছেন। কালনা থানার পুলিশের এক কর্তা বলেন,অবিযোগ জমা পড়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের সন্ধান শুরু হয়েছে ।।