কে ডাকে তোমায় নদী বলে!
কে দেয় এমন নিশ্বাস ভরা প্রেম!
কে একা জাগিয়ে রাখে নির্জনে ভেজা বিষণ্ণ পৃথিবীটাকে?
সারাদিন সারারাত মুখোমুখি কে এমন বসে থাকে !
ভালোবাসার স্পর্ধায় বারবার নিরুদ্দেশ হবে জানি
বিষণ্ণ দুপুরে শূন্য হয়ে যাবো শুধুমাত্র একটি ঘুঘুর ডাকে!
তবু প্রথম শীতের মত কুয়াশা ভারি হয়ে নামে জলের উপর …
পাথরের মত ঘুমিয়ে থাকে নরম শীত
হে প্রেম, হে নিঃশব্দ দেখো
ঘুমিয়ে আছে আদিম সবুজ।
আমার না বলা কথায় ভেঙে যায়
জানালার কাচ …
একবার চাঁদের দিকে তাকাও
মাটিতে পরে থাকা পাতার মত,শিশিরের মত জাপটে ধরি তোমায়।
এক পৃথিবী কোলাহলে অমর্ত্য নিয়ে যে ফুল ফুটেছে বাগানে
একবার তাকাও সেই জোৎস্নায় …
দেখো আরও দূরে শিরশির করে কাঁপে শিরিষের বুক।
আমি একা জেগে থাকি শুধু এই নির্জনে!
তোমার উপেক্ষার নিস্তব্ধতায় যে পাহাড় ছুঁয়েছি
তা সমূদ্রকে দিয়েছি বহু যুগ আগে …
ওকে বোলো ও যেন নদীর খুব কাছে না যায়
ওখানে গাছেদের মধ্যে নরম মাটিতে শুয়ে থাকি আমি।
গভীর রাতে পাখিরা ঘুমিয়ে পড়ে … ওদের পৃথিবীতে তুমি দেবতার মত
বট অশ্বত্থের অন্ধকার মূল আঁকড়ে ধরে আমার মানবী শরীর!
সারাদিন সারারাত মুখোমুখি কে এমন বসে থাকে …
কে দেয় এমন নিঃশ্বাস ভরা প্রেম?
কে ডাকে তোমায় নদী বলে ।।