এইদিন স্পোর্টস নিউজ,০৬ ডিসেম্বর : টাইমস ম্যাগাজিনের ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচতি হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি । আটবারের ব্যালন ডি’অর জয়ীর নাম সোমবার রাতে ঘোষণা করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী টাইমস ম্যাগাজিন । মেসির আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ের কীর্তির কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে । টাইমস ম্যাগাজিনের সেরার পুরস্কার জেতার পর ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার বিষয়ে মেসি বলেছেন,’সবশেষ গ্রীষ্মে আমি সবার আগে বার্সেলোনায় ফেরার কথা ভেবেছিলাম। সেটা সম্ভব হয়নি। এটাও সত্য যে শেষদিকে সৌদি আরবেও পাড়ি জমাতে চেয়েছিলাম। তারা প্রতিদ্বন্দ্বিতামূলক লিগ বানিয়েছে। যেটা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠবে। সৌদি আরবের পর্যটনদূত হিসেবে বিষয়টি আমাকে টেনেছিল। এছাড়া সেখানে যা দেখেছি সেসব আমার ভালো লেগেছে।’ মেসি বলেন,’ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার, দুটি জায়গাই আমার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এসব নিয়ে আমি ভেবেছি। এমনকি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার আগে পরিবারের সঙ্গে কথা বলেছি।’
প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি ছেড়ে সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। নতুন ক্লাবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই সাফল্যের মুখ দেখেন সবশেষ কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার। জেতেন লিগস কাপের শিরোপা। যেটা ইন্টার মিয়ামির ইতিহাসের প্রথম কোনো শিরোপা। এছাড়া মেসির নেতৃত্বে ইউএস ওপেন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচেও খেলেছে ইন্টার মিয়ামি। যদিও শ্রেষ্ঠত্বের মুকুট পরা হয়নি ফ্লোরিডার প্রতিনিধিদের। ইন্টার মিয়ামির হয়ে প্রথম মৌসুমে ১১ ম্যাচে ১৪ গোল করেছেন মেসি। ক্লাবটির হয়ে সফলতার পাশাপাশি তার সবশেষ কাতার বিশ্বকাপের শিরোপা জেতার বিষয়টিও তুলে ধরেছে টাইমস ম্যাগাজিন ।।