এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৬ ডিসেম্বর : মুর্শিদাবাদের সাগরদিঘিতে চারচাকা গাড়ি উলটে মৃত্যু হল এক যাত্রীর । আহত চালকসহ আরও ৩ জন । আজ বুধবার সকাল ভোর পাঁচটা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার বালিয়া -কালীডাঙ্গা এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম মদন দাস(৫৫) । তার বাড়ি সাগরদিঘি থানার বালিয়ার রামনগর গ্রামে । আহতদের সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান শহরে চোখের অস্ত্রপচার করাতে গিয়েছিলেন মদন দাস । এদিন একটি স্করপিও গাড়িতে চড়ে দুই আত্মীয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি । কিন্তু গাড়িটি বালিয়া -কালীডাঙ্গা এলাকায় আসতেই রাস্তার উপর পুঁতে রাখা একটি লোহার অ্যাঙ্গেলে সজোরে ধাক্কা মারে । তারপর যাত্রীসহ গাড়িটি উলটে পড়ে রাস্তার পাশে নয়ানজুলিতে । স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের গাড়ির ভিতর থেকে বের করে । তারপর খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা মদন দাসকে মৃত বলে ঘোষণা করেন । স্থানীয় বাসিন্দাদের অনুমান অন্ধকারের কারনে গাড়ির চালক রাস্তায় পুঁতে রাখা লোহার অ্যাঙ্গেল দেখতে না পাওয়াতেই এই দূর্ঘটনা ঘটছে । পাশাপাশি গাড়িটি প্রবল গতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ তাদের ।।