এইদিন ওয়েবডেস্ক,দুর্গ(ছত্তিশগড়),০৬ ডিসেম্বর : মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে অভিযুক্ত একজন ব্যক্তির বাবাকে ছত্তিশগড়ের দুর্গ জেলার একটি গ্রামে সন্দেহজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে । মৃতের নাম সুশীল দাস(৬২) । রবিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন ছত্তিশগড়ের দুর্গের সিনিয়র পুলিশ সুপার রাম গোপাল গর্গ । মঙ্গলবার বিকেলে আন্দা থানার অন্তর্গত আচোটি গ্রামের একটি কূপের মধ্য থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
মৃত ব্যক্তি মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে অভিযুক্ত অসীম দাসের বাবা বলে জানা গেছে । তিনি একটি বেসরকারী সংস্থায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন । তার ছেলেকে মহাদেব বেটিং অ্যাপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করেছিল ।
প্রসঙ্গত,অসীম দাস এবং অন্য অভিযুক্ত কনস্টেবল ভীম সিং যাদবকে রায়পুর থেকে গত ৩ নভেম্বর ইডি গ্রেপ্তার করেছিল।অসীম দাসের কাছ থেকে ৫.৩৯ কোটি টাকাও উদ্ধার হয় । পাশাপাশি মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ছত্তিশগড়ের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের প্রত্যক্ষ যোগসূত্র পায় ইডি । ফরেনসিক বিশ্লেষণ এবং কুরিয়ার দাসের জেরায় ইডি জানতে পারে যে মহাদেব বেটিং অ্যাপের প্রচারকারীরা ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল ।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, এই বিষয়ে প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। যদিও বাঘেল অভিযোগ অস্বীকার করেছেন এবং বিজেপিকে ইডির অপব্যবহার করার অভিযোগ করেছেন ।।