এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৬ ডিসেম্বর : জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘সিআইডি’-এর ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করা অভিনেতা দিনেশ ফাডনিস (Dinesh Phadnis) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর । সিআইডির দয়ার চরিত্রে অভিনয় করা দয়ানন্দ শেঠি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, ‘দীনেশ মঙ্গলবার বেলা ১২.০৮ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । দীনেশ একাধিক অঙ্গ ব্যর্থতার (Multiple organ failure) কারণে মারা গেছেন। অনেক জটিলতা ছিল এবং গতকাল রাতে তাকে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ।’
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় মুম্বাইয়ে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয় ওই অভিনেতার । সিআইডির পুরো কাস্ট তাদের শেষ শ্রদ্ধা জানাতে দীনেশের বাড়িতে গিয়েছিলেন ।
সোনি টিভিতে বিগত দুই দশক ধরে চলা সিলিয়াল সিআইডিতে ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন দিনেশ ফাডনিস । তিনি জনপ্রিয় সিটকম তারক মেহতা কা উল্টা চশমা-তেও উপস্থিত ছিলেন,এছাতসুপার ৩০ এবং সরফারোশের মতো চলচ্চিত্রগুলিতে সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন । অভিনেতা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন এবং প্রায়শই নাতির সাথে নিজের ছবি শেয়ার করতেন ।
‘সিআইডি’-এর অভিজিতের ভূমিকায় অভিনয় করা অভিনেতা আদিত্য শ্রীবাস্তব পিটিআইকে বলেছেন, ‘আমরা জানি যে তার লিভারের সমস্যা ছিল এবং এটি অন্যান্য অঙ্গগুলিতে প্রভাব ফেলেছিল । তিনি দু-তিন দিন ধরে খুবই অসুস্থ ছিলেন । তিনি আর লড়াই করতে পারেননি ।’ এর আগে রবিবার জানা যায় যে দীনেশ হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে দয়ানন্দ শেঠি নিশ্চিত করেন যে এটি কার্ডিয়াক অ্যারেস্ট নয়, বরঞ্চ মাল্টি অর্গান ড্যামেজ ।।