এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৬ ডিসেম্বর : পাকিস্তান ভিত্তিক খালিস্তানি সন্ত্রাসী লক্ষবীর সিং রোডে (Lakhbir Singh Rode) রহস্যজনকভাবে মারা গেছেন । কয়েকদিন আগে দোকানে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন তার পিঠে ছোট ছুৃঁচ গেঁথে দিয়ে পালিয়ে যায় । লখবীর সিং রোডের ভাই এবং আকাল তখতের প্রাক্তন জথেদার জসবীর সিং রোড লখবীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে মারা গেছেন লখবীর সিং রোড ।
লখবীর সিং রোড ভারতের পাঞ্জাবের মোগা জেলার রোদে গ্রামের বাসিন্দা । লখবীর সিং রোডে ছিলেন খালিস্তানি সন্ত্রাসী জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের ভাইপো । তিনি নিষিদ্ধ সংগঠন খালিস্তান লিবারেশন ফোর্স এবং আন্তর্জাতিক শিখ যুব ফেডারেশনের স্বঘোষিত প্রধান ছিলেন । ভারতে অনেক হামলার মাস্টারমাইন্ড ছিলেন লখবীর সিং রোড । ১৯৮৫ সালের কনিষ্ক (Kanishka)বোমা হামলার অভিযুক্ত ছিল ওই খালিস্থানি সন্ত্রাসবাদী । এছাড়া আন্তর্জাতিক অস্ত্র ও মাদক পাচারে যুক্ত লখবীর সিং রোডে আইএসআই-এর অপারেটিভ হিসাবে কাজ করতেন । পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই- তৈবার সাথেও তার যোগসূত্র ছিল ।
অমৃতসরের গোল্ডেন টেম্পলে অপারেশন ব্লু স্টারের সময় নিহত খালিস্তানি জঙ্গি জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের ভাগ্নে লখবীর সিং রোডেকে ভারত সরকার বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে সন্ত্রাসী হিসাবে মনোনীত করেছিল । এরপর তিনি প্রথমে দুবাইতে পালিয়ে যান এবং পরে পাকিস্তানে গিয়ে আত্মগোপন করেন । পাকিস্তানের লাহোর থেকে দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ সংগঠন কেএলএফের নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন রোডে। তার দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রী কানাডায় থাকেন ।।