প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ মে : হেপাজতে নেওয়া অভিযুক্তকে সঙ্গে নিয়ে চালানো পুলিশের অভিযানে উদ্ধার হল ৪৭ টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার । এই নিয়ে গত ৪ দিনে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের চালানো অভিযানে উদ্ধার হল মোট ৬২ টি অক্সিজেন সিলিন্ডার। কালোবাজির উদ্দেশ্যেই এই অক্সিজেন সিলিন্ডার গুলি মেমারি থানার পাহাড়হাটি এলাকার বিভিন্ন গোডাউনে মজুত করে রেখা হয়েছিল বলে পুলিশ দাবি করেছে । কোভিডের চিকিৎসার জন্যে পুলিশ কর্তারা উদ্ধার হওয়া সমস্ত অক্সিজেন সিলিন্ডার গুলি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
পুলিশ জানিয়েছে ,গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ গত রবিবার পাহাড়হাটির একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের গোডাউনে হানা দেয় । গোডাউনে অভিযান চালাতেই উদ্ধার হয় ১০ টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার । এই ঘটনার পরেই পুলিশ মেমারির জাবুই গ্রাম নিবাসী গোডাউন মালিক দীপঙ্কর দত্তকে গ্রেপ্তার করে ।ওই দিনই মেমারি শহরের একটি ডেরা থেকেও পুলিশ আরও ১ টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে ।
একই দিনে জেলায় কালনা থানার পুলিশের অভিযানে উদ্ধার হয় ৭ টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার।বেআইনি ভাবে অক্সিজেন সিলিন্ডার মজুতের অভিযোগে গ্রেপ্তার হন কালনার ৩ বাসিন্দা । আর মেমারি থানার পুলিশ আরও অক্সিজেন সিলিন্ডার ওদ্ধার ও চক্রের বাকিদের খোঁজ পেতে ধৃত দীপঙ্কর দত্তকে সোমবার বর্ধমান আদালত পেশ করে ৪ দিনের পুলিশি হেপাজতে নেয়। সোমবারও দীপঙ্কর দত্তর অন্য একটি ডেরা থেকে পুলিশ চারটি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে সেগুলি বাজেয়াপ্ত করে ।এরপর বুধবার পুলিশ দীপঙ্কর দত্তর অন্য গোডাউন থেকে উদ্ধার করলো আরও ৪৭ টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার।
এসডিপিও (বর্ধমান দক্ষিণ) আমিনুল ইসলাম খান জানিয়েছেন ,“দীপঙ্কর দত্তকে হেপাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাতেই আরও অক্সিজেন সিলিন্ডার অবৈধ ভাবে মজুত করে রাখার খবর জানতে পারা যায় ।বুধবার ধৃত দীপঙ্কর দত্তকে সঙ্গে নিয়ে পুলিশ পাহাড়হাটির অন্য একটি গোডাউনে অভিযান চালায়। সেখান থেকে ৪৭ টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হয় । তার মধ্যে বেশ কয়েকটি সিলিন্ডারে অক্সিজেন ভর্তি রয়েছে।এসডিপিও দাবি করেন ,গত রবিবারের পর থেকে ৪ দিনে মেমারি থানাএলাকা থেকে ৬২ টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হল । কালোবাজারির উদ্দেশ্যেই এইসব অক্সিজেন সিলিন্ডায় মজুত করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিৎ হয়েছে । অভিযান জারি থাকবে বলে এসডিপিও এদিন জানিয়ে দেন ।।