ভাদর মাসে ভাদু পূজা
ভাদু আনতে চল
কেমন ভাদু নিবি তোরা
আমার কাছে বল।
সোনার বরণ ভাদু লুব
কুচবরণের চুল হবেক
পাড়ার লোকে ভাদু দেখে হিংসাতে
জ্বলে মরবেক।
এসো ভাদু বসো ঘরে
সাজিয়ে দেবো মিঠাপান
তোমার বিয়েতে দেবো ভাদু
খাট-পালঙ্ক সোনা দান।
আমার ভাদু বাচ্চা-মেয়ে
চুল বাঁধতে যে জানে না
শান্ত-শিষ্ট লক্ষ্মী -মেয়ে
কান্না-কাটি করে না।
ভাদু আমার পড়তে যাবেক
সাহেবদের ঐ ইস্কুলে
দুটা সোটা বেঁধে দেবো
যাবেক ভাদু হেলে দুলে।
ভাদর মাসের সংক্রান্তিতে
হবে ভাদুর জাগরণ,
তালের লুচি, তালের বড়া
করবো কতো আয়োজন।
আমার ভাদু রূপের ডালি
আলো ঝলমল করে লো
সাত রাজার ধন একলা মাণিক
সবার জ্বালা ধরে লো।
এমন সুন্দর ভাদু-মাকে
জলে দেবো কেমনে!
আবার এসো ভাদু মাগো
পূজা করবো যতনে ।।