প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ মে : মায়ের অভিযোগের ভিত্তিতে বাবার মৃত্যুর জন্য দায়ী নেশা আসক্ত ছেলেকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম প্রদীপ চট্টোপাধ্যায় । তার বাড়ি শহর রাধানগরের নুড়ি পাড়ায়। নেশার টাকা দিতে না পেরে ছেলে প্রদীপের হাতে প্রহৃত হয়ে সোমবার অপমানে আত্মঘাতী হন বাবা শ্যামল চট্টোপাধ্যায় (৬০)। এই ঘটনার পরেই মৃতর স্ত্রী পুতুলদেবী বর্ধমান থানায় অভিযোগ দায়ের করলে রাতে পুলিশ প্রদীপকে গ্রেপ্তার করে ।ওই দিনই ময়নাতদন্তে পাঠানো হয় শ্যামল বাবুর মৃতদেহ । মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে । বিচারক ধৃতকে ১ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে ,নেশার টাকার জন্যে প্রায়সই বৃদ্ধ বাবা-মা কে চাপ দিত ছেলে প্রদীপ। বাবা টাকা দিতে না পারলে ছেলে প্রদীপ তাঁর বৃদ্ধ বাবাকে মারধোর করতো।একই ভাবে সোমবার বেলা ১১ টা নাগাদ প্রদীপ তাঁর বাবা শ্যামল চট্টোপাধ্যায়ের কাছে নগদ ১০ হাজার টাকা দাবি করে। কিসের টাকার দরকার জানতে চাইলে, প্রদীপ তাঁর বাবাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, ছেলের হাতে প্রহৃত হয়ে শ্যামল বাবু বাড়ির বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন । এর খানিক বাদেই নিজের ঘরে ঢুকে গিয়ে গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্যামল বাবু আত্মঘাতী হন। স্বামীর এমন অকল মৃত্যু মেনে নিতে না পেরে স্ত্রী পুতুল চট্টোপাধ্যায় তাঁর ছেলে প্রদীপ কে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করেন ।তার ভিত্তিতে পুলিশ আত্ম্যহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা রুজু করে প্রদীপ কে গ্রেপ্তার করে ।।