ফিরে আসা যায় না
তবুও ফিরতে হয়!
যদি ফিরতেই হয়
এতদূরে কেন যায় লোক?
যদি দূরে চলে যেতেই হয়
তবে কেন কাছে আসা ?
কেনই বা এত এত মিলিয়ে যাবার ধ্বনি কেনই বা ফিরে আসে রক্তাক্ত প্রতিধ্বনি!
দিন যায়,
পেরিয়ে যায় বহু বছরের জন্মশোক
একটা সময় শুধুই ধেয়ে আসে…
শুধুই মৃত্যুশোক!
বোধ হয় বহু বছরের মৃত্যু শোকের ঋণ !
চলে যায় দিন ;
মুহূর্তরা অপেক্ষায় প্রহর গোনে
বিবাদের ঐশ্বর্যে প্রিয় জুড়ে
কেবলই কোলাহল দোলা লাগে গহীন জুড়ে খুনসুটি হওয়া বার্তারা খবর পাঠায়,
কিন্তু ডাক পিওনের সাথে যে আড়ি !
ছবিও ক্রমশই রং পাল্টায় ;
আদরে ভেজা আলাপের দিনগুলোও ফ্যাকাসে রং নেয়।
এযেন চিরনিদ্রায় পাড়ি!
নাকি কোনো এক শতাব্দী পরে
আবার ফিরে আসার বার্তা!
তবুও সবই চলে যায় নীলাচলে
নীলের মাঝে এক পরম সুখ তাইনা !
তবুও যেতে হয়
ফেরার চিন্তা না করে সবাইকে আরও একবার মনে করিয়ে দিয়ে…
অনেকটা দূরে দেখি
কেউ তোমার মতনই হেঁটে যায়…
রাত নামে, আলো জ্বলে
তবুও…
তবুও অমাবস্যার রাত কাউকে জাগায়
আমিও জাগি…
দেখি কত প্রিয় মানুষের রক্তাক্ত কোলাহল ।।