এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,০৫ ডিসেম্বর : পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মৃত্যু ২ হল বাংলাদেশির । আহত হয়েছে আরও একজন । বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে,মৃতরা হল বাংলাদেশের হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও নজরুল ইসলামের ছেলে মহম্মদ মকলেছ (২৮)। আহত যুবকের নাম ইদ্রিশ আলী (৩০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের দুলু মোহাম্মদের ছেলে
জানা গেছে,ওই তিন বাংলাদেশি যুবকসহ কয়েকজন সোমবার (৪ ডিসেম্বর) ভোরে বাংলাদেশের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে ৩৭০ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে সীমান্ত টপকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে ঢোকার চেষ্টা করছিল । বিএসএফ প্রথমে তাদের সতর্ক করে । কিন্তু তারা সেই সতর্কতায় কান না দিলে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফের কর্তব্যরত জওয়ানরা । গুলিতে দু’জনের মৃত্যু হয় । বাকিরা পালিয়ে যায় । অন্যদিকে একই সময় বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ৩৮২ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফের গুলিতে এক যুবক গুরুতর আহত হয় । পরে সে ওই অবস্থাতেই বাংলাদেশে ফিরে যায় ।
তাদের মধ্যে উদ্ধার হওয়া এক যুবকের মৃতদেহ আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যজনের মৃতদেহ বিএসএফ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । সেই দেহ এখনো ফেরত দেয়নি বলে দাবি করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। আহত যুবক বাংলাদেশের রংপুরে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে ।।