এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৫ ডিসেম্বর : এলাকা দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজিতে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকা । সোমবার রাতভর বোমাবাজির পাশাপাশি দেদার গুলিও চলে বলে অভিযোগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে । কিন্তু পুলিশের সামনেই বোমাবাজি চলে বলে অভিযোগ উঠছে । স্থানীয়দের একাংশের অভিযোগ ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা জড়িত এই ঘটনায় । ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার বাসিন্দারা । ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক ।
ধুলিয়ান পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলমের অভিযোগ,পৌরসভার চেয়ারম্যান ঘনিষ্ঠ কাউন্সিলরের মদতপুষ্ট দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া । পুলিশের সামনেই বোমাবাজি চলে বলে অভিযোগ তার ।
জানা গেছে,ধুলিয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম কংগ্রেসের টিকিটে পুরসভার ভোটে জিতেছিলেন । মাস দেড়েক আগে তিনি তৃণমূলে যোগ দেন । তারপর থেকেই ৮ নম্বর ওয়ার্ডের দখল ঘিরে নব্য-পুরাতন গোষ্ঠীর দ্বন্দ্ব শুরু হয় । তার জেরেই দুই গোষ্ঠীর মধ্যে সোমবার রাতে তুমুল সংঘর্ষ বেধে যায় । চলে দেদার গোলাগুলি । এদিকে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ফারাক্কা থেকে ঘটনাস্থলে যান এসডিপিও । কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে । উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।।