এইদিন ওয়েবডেস্ক,তানজানিয়া,০৫ ডিসেম্বর : তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে । তানজানিয়া সরকার সোমবার রাতে এক বিবৃতিতে এই খবর জানিয়ে এই প্রাকৃতিক দুর্যোগে আরো ৮৫ জন আহত হওয়ার ঘোষণা করেছে । তানজানিয়ার উত্তরে অবস্থিত হানাং পর্বতের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে । আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস একটি প্রতিবেদনে জানিয়েছে,এই এলাকার বাড়িঘর, রাস্তা ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধারকারী দলের প্রচেষ্টা কঠিন হয়ে পড়েছে ।আটকে পড়া শতাধিক মানুষের জীবন বাঁচাতে দুর্গত এলাকায় সেনা বাহিনী পাঠানো হয়েছে।
তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সোলোহো হাসান, যিনি দুবাইতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন, তিনি ট্র্যাজেডির পরে তার সফর সংক্ষিপ্ত করেছেন। তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন,’আমি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আমি আমার সমস্ত নিরাপত্তা বাহিনীকে এলাকায় মোতায়েন করার এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছি ।’
তানজানিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।একই সময়ে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া ও দক্ষিণ সুদানসহ পূর্ব আফ্রিকার অন্যান্য দেশগুলোও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। খবরে বলা হয়েছে, গত এক মাসে বন্যার কারণে এই এলাকায় শতাধিক মানুষ মারা গেছে এবং আরও লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে।।