এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ ডিসেম্বর : রাজস্থানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি । আর গরিষ্ঠতা পেতেই অ্যাকশনে নেমে পড়েছেন বিজেপির বিধায়করা । রাজস্থানের রাজধানী জয়পুরের হাওয়ামহল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হওয়া আচার্য বালমুকুন্দ তার এলাকায় অবৈধ মাংসের দোকান বন্ধ করার জন্য সোমবার থেকে প্রচার শুরু করে দিয়েছেন । আচার্য বালমুকুন্দের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেই ভিডিওতে প্রশাসনকে অবৈধ মাংসের দোকান বন্ধ করার জন্য তাকে নির্দিষ্ট সময় দিতে শোনা যায় । পুলিশ ব্যবস্থা নিতে বিধায়ক বালমুকুন্দের কাছে ২ দিনের সময় চেয়েছে বলে জানা গেছে ।
এদিকে আচার্য বালমুকুন্দের এই কর্মকাণ্ডের কিছু জায়গায় বিরোধিতা করেছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। একই সঙ্গে মৌলবাদী, উদারপন্থী ও বামপন্থী দল তাকে সোশ্যাল মিডিয়ায় কাঠগড়ায় দাঁড় করাতে শুরু করে দিয়েছে । তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার বোঝাই ট্রেন রওনা দিয়েছে রাজস্থানের উদ্দেশ্যে । বুলডোজার বোঝাই ট্রেনের একটি ভিডিও নিজের ‘এক্স’ হ্যান্ডেলে শেয়ার করেছেন সাংবাদিক অশ্বিনী সহায় । ভিডিওর সাথে তিনি লিখেছেন,’বিজেপির হেডকোয়ার্টার থেকে ট্রেন যাচ্ছে রাজস্থানে ।’
প্রসঙ্গত, দুর্বিত্তায়ন বন্ধে প্রথম বুলডোজার প্রয়োগ করতে শুরু করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দুষ্কৃতীদের অবৈধ নির্মান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কারনে উত্তরপ্রদেশে ক্রাইম রেট অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির জমানা থেকে বহুলাংশে কম বলে মনে করা হচ্ছে । কমেছে সন্ত্রাসবাদী গতিবিধিও । কিন্তু রাজস্থানে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই সন্ত্রাসবাদী গতিবিধি বহু গুন বেড়ে যায় । কংগ্রেসের সময়েই রাজস্থানের উদয়পুরের বিখ্যাত কানহাইয়ালাল নামে এক দর্জিকে শিরোচ্ছেদ করার ঘটনা ঘটেছিল । তারপরেও একাধিক হিন্দুকে ‘সর তন সে জুদা’র হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । বিজেপি ফিরে আসার পর এই প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে কমবে বলে আশা রাজস্থানের বাসিন্দাদের ।।