এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৮ মে : খাতায় কলমে মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে তাদের নামে বছরের পর বছর ধরে রেশন তুলে আত্মসাতের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের ধারসোনা গ্রামের এক রেশন ডিলারের বিরুদ্ধে । মঙ্গলবার এই অভিযোগ তুলে ডিলারের বাড়ির সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । ঘটনা ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায় এলাকায় । যদিও রেশন ডিলার চাঁদ শেখের দাবি, তিনি কোনও অনিয়ম করেননি ।
এদিন সকালে দেখা যায় ধারশোনা গ্রামে ২৪৫ নম্বর রেশন ডিলারের বাড়ির সামনে বেশ কিছু গ্রামবাসী জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন । বিক্ষোভের কারন নিয়ে জানতে চাওয়া হলে স্থানীয় গ্রামবাসী মন্টু শেখ, শেখ রহুব, শেখ হাসমতরা অভিযোগ তোলেন, যেসব গ্রাহক মারা গিয়েছেন তাদের রেশনকার্ডগুলি নিয়মমাফিক দপ্তরের কাছে স্যারেন্ডার করা হয় । রেশন ডিলারের মাধ্যমে সরকারি দপ্তরে মৃত গ্রাহকদের কার্ড জমা পড়ার কথা । কিন্তু মৃত ব্যক্তির রেশন কার্ড তাঁর পরিবারের লোকজন যথারীতি ডিলারের হাতে তুলে দিলেও ডিলার সেগুলি নিজের কাছে রেখে দিয়েছিল । তারপর ওই সমস্ত মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে বছরের পর বছর ধরে রেশন তুলে আত্মসাৎ করে গেছে রেশন ডিলার ।’ পাশাপাশি তাঁরা বলেন, ‘আমাদের পরিবারের মৃত ব্যক্তিদের জমা করা রেশন কার্ড এর নম্বর গুলি নিয়ে এদিন ডিলারের কাছে এসেছিলাম । তারপর ওই সমস্ত রেশন কার্ডের নম্বর মেলাতে গিয়ে দেখতে পাই দীর্ঘ কয়েক বছরের পুরানো কার্ডগুলো এখনও সচল আছে । ওই কার্ডগুলি ডিলার তা সরকারি দপ্তরে জমাই দেননি ।’
স্থানীয় সুত্রে জানা গেছে,ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত রেশন ডিলার চাঁদ শেখের বাড়ির সামনে বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায় । শুরু হয় বিক্ষোভ । যদিও চাঁদ শেখের দাবি মৃত গ্রাহকদের কার্ড এবং তাঁর পুরো তথ্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন ।
এদিকে মঙ্গলকোটের ধারসোনা গ্রামের ঘটনা প্রসঙ্গে কাটোয়া মহকুমা খাদ্য নিয়ামক কবিরুল ইসলাম বলেন,”ঘটনার কথা শুনেছি । এনিয়ে ব্লকের খাদ্য পরিদর্শকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।’।