এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ ডিসেম্বর : রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে যাওয়ার মামলায় আজ সোমবার সকাল থেকে কলকাতার নিউটাউন, দত্তাবাদের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন সিবিআই আধিকারিকরা । জানা গেছে,২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে প্রায় ১০০ কোটি টাকা উধাও হয়ে যায় । আর নোটগুলি ছিল সব ৫০০ টাকার । উধাও হওয়া টাকা কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে তা এখনো স্পষ্ট নয় । ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যেতেই অ্যাকশনে নামে কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকরা ।
জানা গেছে,এদিন সকাল ৯টা নাগাদ নিজাম প্যালেস থেকে মোট ২০ টি গাড়িতে চড়ে সিবিআই আধিকারিকরা নিটাউনের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায় । দত্তাবাদের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সুপ্রিয় মল্লিকের বাড়ি,নিউটাউনের ইউনি ওয়াল্ড সিটি আবাসনের ফেক্সকো ৩ বিল্ডিংয়ের ৬০৪ নম্বর রুম এবং নিউটনের মুক্তধারা আবাসন এবং বিএ ৭০-তে তল্লাশি চলে বলে জানা গেছে । তার মধ্যে কলকাতার দত্তাবাদ রোডে এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে আচমকা অভিযান চালায় সিবিআই । সকাল দশটা নাগাদ সেখান থেকে বেড়িয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা । অবশ্য তাদের সঙ্গে দেখা যায় ওই ব্যাঙ্ক কর্মীও । তবে ব্যাঙ্ক কর্মীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয় । সিবিআইয়ের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি ।।