এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ ডিসেম্বর : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়ার শোকে গড়াগড়ি দিয়ে কাঁদলেন এক প্রার্থী । ওই প্রার্থীর নাম আব্দুল আলী ব্যাপারী । তিনি বাংলাদেশের মানিকগঞ্জ-১ আসনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন । কিন্তু রবিবার দুপুরের দিকে মানিকগঞ্জের রিটার্নিং অফিসার রেহেনা আক্তার দ্বারা প্রকাশিত প্রার্থীদের নামের তালিকায় নাম ছিল না আব্দুল আলী ব্যাপারীর । আর সেই শোকে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ের ভিতরে গড়াগড়ি করে কাঁদতে শুরু করে দেন । নিরাপত্তাকর্মীরা তাকে তুলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হাউমাউ করে কাঁদতে থাকেন আব্দুল আলী । তার কান্নাকাটি দেখে এগিয়ে আসেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীসহ অন্যরা । তারা আব্দুল আলীর গায়ে মাথায় হাত বুলিয়ে কোনো রকমে শান্ত করেন ।
জানা গেছে,মানিকগঞ্জ জেলার তিনটি আসনে জমা হওয়া ৩৩ টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২ টি বাতিল হয়েছে । আর সেই বাতিলদের তালিকায় নাম রয়েছে নির্দল প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর । এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন,’আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আমি যেন আমার ভোটটা দিয়ে মরতে পারি। আমার বিশ্বাস ছিল জনগণ ভোট দেবে, আমায় সংসদ ভবনে পাঠাবে। কিন্তু চক্রান্ত করে আমার মনোনয়ন বাতিল করা হল ।’
মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসার রেহেনা আক্তার বলেন,’মানিকগঞ্জের তিনটি আসনের মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিল আজ। আমাদের কাছে ৩৩ টি মনোনয়নপত্র জমা পড়েছিল । যাচাই-বাছাইয়ে পর ১২টি বাতিল হয়েছে এবং যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিলের সুযোগ পাবেন। আপিল যৌক্তিক হলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন ।’।