এইদিন ওয়েবডেস্ক,পেরু,০৩ ডিসেম্বর : পেরুর একটি খনিতে হামলা চালিয়ে অন্তত ৯ জনকে হত্যা করেছে বামপন্থীরা । আহত আরও ১৫ জন । শনিবার পেরুর অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করেছিল এবং বেশ কয়েকজনকে পনবন্দি করেছিল । মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত,পেরুর প্রাক্তন বামপন্থী রাষ্ট্রপতি পেদ্রো কাস্টিলোকে গ্রেপ্তারের এক বছর পরে এই আক্রমণের ঘটনাটি ঘটেছে । কয়েক মাস ধরেই হিংসাত্মক বিক্ষোভ চালাচ্ছিল পেদ্রো কাস্টিলোকের সমর্থকরা । তারা পেরুর দেশটির খনির কার্যক্রম বন্ধ করে দেয়।
পেরু হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী এবং রৌপ্য ও সোনার অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদক।
পেরুর জ্বালানি ও খনি মন্ত্রকের রিপোর্ট অনুসারে, এই দেশে সোনার উৎপাদন ২০২১ সালে ৯৬.৬ টনে পৌঁছেছে, যার ফলে পেরুকে লাতিন আমেরিকার বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ করে তুলেছে । পেরুর স্বর্ণ উৎপাদনের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ আসে কারিগর বা অনানুষ্ঠানিক খনি শ্রমিকদের কাছ থেকে, প্রধানত প্রত্যন্ত এবং দরিদ্র এলাকা থেকে ।।