এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,০৩ ডিসেম্বর : ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । মিডিয়া রিপোর্টে জানা গেছে,শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ প্যারিসের আইফেল টাওয়ারের কাছে সেন্ট্রাল প্যারিসে পর্যটকদের উপর ভোজালি নিয়ে হামলা চালায় আরমান রজবপুর-মিয়ানদোয়াব (Arman Rajabpour-Miyandoab) নামে ইরানি বংশোদ্ভূত ফরাসি যুবক । কেউ কিছু বুঝে ওঠার আগেই সে একজন জার্মান পর্যটককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে । এরপর তাকে পুলিশ ধাওয়া করে,কিন্তু গ্রেপ্তারের আগে আরও দু’জন ব্রিটিশ নাগরিককে মারাত্মকভাবে জখম করে ।
হামলাকারী যুবক “আল্লাহু আকবর” (ঈশ্বর সর্বশ্রেষ্ঠ) বলে চিৎকার করেছিল । পুলিশ বলেছে ধৃত যুবক জেরায় জানিয়েছে যে বিরক্ত ছিল কারণ “আফগানিস্তানে এবং ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছে” এবং গাজার পরিস্থিতি নিয়েও বিরক্ত ছিল । ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিস বলেছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন শনিবার বলেছেন,’পুলিশ দ্রুত ২৬ বছর বয়সী একজন ফরাসি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । সন্দেহভাজন ব্যক্তিকে ২০১৬ সালে আরেকটি হামলার পরিকল্পনা করার জন্য চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ফরাসি নিরাপত্তা পরিষেবার ওয়াচ লিস্টে ছিল । তিনি আরও জানান, সে মানসিক রোগের জন্যও পরিচিত ছিল ।
প্রসঙ্গত,ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২০ সালে ক্লাসে মুহাম্মদের কার্টুন দেখানোর জন্য ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদ করেছিল আনজোরভ(Anzorov) নামে এক সন্ত্রাসবাদী । ওই ঘটনার পর শনিবার প্যারিসে রাস্তায় ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় ফরাসি সরকারের মুক্ত অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন উঠছে ।
এদিকে প্যারিসে অলিম্পিক গেমসের আয়োজন করা হচ্ছে । আট মাসেরও কম সময় বাকি রয়েছে বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টের । প্যারিস সেইন নদীর তীরে আয়োজিত হতে চলা এই ক্রীড়া প্রতিযোগিতায় ৬,০০,০০০ দর্শকের সমাগম হবে বলে মনে করা হচ্ছে । তার আগেই শনিবার রাতের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে যাওয়ায় বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।।