মনের সুপ্ত ইচ্ছেরা ডানা মেলতে চায়
ইচ্ছেদের দাম ইচ্ছে রাই দেয়
অনেক না পাওয়ার মাঝে
যেমন
পাওয়ার আনন্দ মিশে থাকে
তেমনি না পাওয়ার মধ্যে থাকে
মনের আক্ষেপ।
কিছু ভালো মুহূর্ত স্মৃতির পাতায় রয়ে যায়
শুধুই স্মৃতি!
মুহূর্তগুলো ভুলে যেতে জানতে হয়
থেকে যায় সেই আক্ষেপ
প্রিয় মানুষটাকে মনের কথা বলা হলো কই?
অব্যক্ত থেকে যায় সেই কথা
অনেক কথার মাঝে সে কথা চাপ পরে রয়
রয়ে যায় সেই আক্ষেপই
বেঁচে থাকার জন্য আক্ষেপটা বড্ডো জরুরী
আক্ষেপ না থাকলে ব্যাকুল হৃদয় কি চায়
বোঝা দায়
সে আমার আমৃত্যু আক্ষেপ
নিদারুন অপেক্ষা।।
এই অপেক্ষার ডানায় ভর করে জীবন চলে জীবনের ধারায়
তবু অপেক্ষা থেকেই যায়
আগামীর ভরসায় ।।