এইদিন ওয়েবডেস্ক,নানগারহার,০২ ডিসেম্বর : আফগান রোগীদের পাকিস্তানে এসে চিকিৎসা পরিষেবা নেওয়া রুখতে তোরখাম গেট বন্ধ করে দিয়েছে পাকিস্তানি পুলিশ । আফগানিস্তানের নানগারহারে তালিবানের তথ্য ও সংস্কৃতি বিভাগ এক বিবৃতিতে বলেছে যে এই রাস্তাটি সেই রোগীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যাদের ভিসা নেই । পাকিস্তানের সীমান্ত পুলিশ শুক্রবার থেকে তোরখাম গেট বন্ধ করে দিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে ।
এর আগে, নানগারহারের রোগীদের তালিবান স্বাস্থ্য কমিশন থেকে শংসাপত্র পাওয়ার পরে পাসপোর্ট বা ভিসা ছাড়াই পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হত । তালিবানের স্থানীয় কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে তোরখাম গেটে যাওয়া থেকে বিরত থাকতে বলেছেন। এর আগে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী ও তালিবানদের মধ্যে সংঘর্ষের কারণে কিছুদিন আগে তোরখাম সড়কটি বন্ধ হয়ে যায় ।
বিগত ২০ বছরে, আফগানিস্তানের স্বাস্থ্য পরিষেবার মোটামুটি একটি ছন্দ ছিল এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এই ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু যখন থেকে তালিবানরা দেশটির নিয়ন্ত্রণ নেয়, তখন থেকে অন্যান্য বিষয়গুলির সাথে,বিশেষ করে দেশের স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়ে।
তালিবান শাসনককলে আফগান স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত শত শত বিশেষজ্ঞ চিকিৎসক দেশ ছেড়েছেন এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের সহযোগিতা স্থগিত করে দিয়েছে । এ কারণেই প্রজাতন্ত্রের পতনের পর প্রতিবেশী দেশ বিশেষ করে পাকিস্তানে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা নজিরবিহীনভাবে বেড়েছে ।।