এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ ডিসেম্বর : আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২ টার সময় নবান্নে স্পিকারের ঘরে আয়োজিত বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । মানবাধিকার কমিশনের সদস্যদের নাম ঠিক করতেই খোদ মুখ্যমন্ত্রী এই বৈঠক ডেকেছেন বলে জানা গেছে । প্রথমে ৪ ডিসেম্বর বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৪ ডিসেম্বর করে দেওয়া হয় ।
প্রসঙ্গত, দূর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে শাসকদলের কট্টর সমালোচক হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী । বিধানসভার গেটের সামনে তৃণমূল-বিজেপির বিধায়কদের বিক্ষোভের সময় মমতা ব্যানার্জির কার্যত সামনেই ‘চোর মমতা’ শ্লোগান দিতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে । বর্তমানে তৃণমূল কংগ্রেস বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন বিরোধী দলনেতা । রাজনৈতিক মহলের মতে,এমত পরিস্থিতিতে আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে কিছুটা হলেও বিপাকে ফেলতে চাইছে তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্ক । সেই উদ্দেশ্যে এখন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যদি শুভেন্দু অধিকারী উপস্থিত থাকেন তাহলে বিজেপি- তৃণমূলের সেটিং তত্ত্ব তুলে প্রচারের সুবিধা হবে । আর যদি শুভেন্দু অধিকারী না থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে তোলা হবে সরকারের সঙ্গে অসহযোগীতার অভিযোগ ।
ইতিপূর্বে একবার বিধানসভার অধিবেশনের সময় শুভেন্দু অধিকারীকে হঠাৎ নিজের ঘরে ডেকে পাঠিয়ে চমক সৃষ্টি করেছিলেন মমতা ব্যানার্জি । শুভেন্দু অধিকারী গিয়েও ছিলেন । তবে সঙ্গে নিয়েছিলেন কয়েকজন দলীয় বিধায়ককে । এক্ষেত্রেও নবান্নে শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি ফের চমক সৃষ্টি করতে চাইছেন বলে মনে করা হচ্ছে । তবে ওই বৈঠকে শুভেন্দু আদপেই যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয় ।।