বামন থেকে নইকো বড়
না ছোটো দানব থেকে…
এক সারিতে দাঁড়িয়ে সবাই
কারও রাস্তা যায় বেঁকে।
হত্যা আর হত্যাকারী
দুজনাতেই মরে…
কেউ বা মরে প্রাণ হারিয়ে
কেউ বিবেক জাগার পরে।
সুখ-সুখ-সুখ চেঁচাও যত
আড়ালে দুঃখ হাসে…
দুঃখের মেঘ কাটলে তবেই
সুখপাখিটা আসে।
তোমার হারেই লুকিয়ে আছে
আমার নিজের হার…
তোমার জিতেই আমার প্রাণে
জয়-জয়কার।।