এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০১ ডিসেম্বর : ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সন্ত্রাসী গোষ্ঠী হামাসের যুদ্ধের সময় বিশ্বজুড়ে মুসলিমদের কট্টরপন্থী কর্মকাণ্ডে অতিষ্ঠ অমুসলিমরা । মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝেই নেদারল্যান্ডস, জার্মানি,সুইডেন,আমেরিকা প্রভৃতি ইউরোপীয় দেশগুলিতে মুসলিমদের প্রতি ব্যাপক ঘৃণা লক্ষ্য করা যাচ্ছে । এবারে এশিয়ার দ্বীপরাষ্ট্র জাপানেও একই চিত্র লক্ষ্য করা গেল ।
জাপান সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদে সাধারণ মানুষকে সরব হতে দেখা গেল ‘জাপান ইজ ফর দ্য জাপানিজ’ নামে একটি সমাবেশে । রবিবার টোকিওতে আয়োজিত ওই সমাবেশে শত শত জাপানি নাগরিক জড়ো হয়ে সরকারের অভিবাসন নীতির বিরোধিতায় সোচ্চার হন, তারা দাবি করেন দেশের পরিচয় ও সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ ইসলামি শরণার্থীরা । সমাবেশে অংশগ্রহণ করা মানুষ শ্লোগান তোলেন, ‘এই দেশ জাপানিদের, তোমরা আমাদের দেশ থেকে চলে যাও’ ।
‘জাপান ইজ ফর দ্য জাপানিজ’ নামে এই সমাবেশটি ‘নিপ্পন কাইগি’ (Nippon Kaigi) নামে একটি জাতীয়তাবাদী গোষ্ঠী দ্বারা সংগঠিত হয়েছিল । গোষ্ঠীটির সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় শিনজো আবের দলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।আন্দোলনকারীদের অভিযোগ যে সরকার জনগণের ইচ্ছা ও জাতির স্বার্থকে উপেক্ষা করছে । তারা দাবি করেছে যে অভিবাসন সামাজিক সমস্যা,এতে দেশকে অপরাধ, সন্ত্রাসবাদ এবং সাংস্কৃতিক সংঘর্ষের দিকে নিয়ে যাবে । বিশ্বায়ন ও বৈচিত্র্যের মুখে জাপান তার স্বতন্ত্র পরিচয় ও ঐতিহ্য হারাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা ।।