এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ মে : ভাতারে এক বিজেপি কর্মীর বাড়িতে দলবল নিয়ে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল শাসিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে । এমনকি ওই বিজেপি কর্মীর মাকেও প্রধানের হাতে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন গ্রামের বাসিন্দা বাপ্পা মুখোপাধ্যায় নামে ওই বিজেপি কর্মী এনিয়ে আমারুন-১ পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
আমারুন গ্রামের বাসিন্দা বাপ্পা মুখোপাধ্যায় নামে ওই বিজেপি কর্মী এদিন সকালে তাঁর মা স্মৃতিরেখা মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভাতার থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । বাপ্পা মুখোপাধ্যায়ের অভিযোগ, রবিবার রাত্রি প্রায় সাড়ে ন’টা নাগাদ ৩০-৩৫ জনের একটি দল নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হন আমারুন-১ পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্য । প্রধান ফরমান শোনান তাঁদের সপরিবারে গ্রাম ছাড়তে হবে । তাঁদের বাড়িতে কোনও লোকজন আসা চলবে না । কথা না শুনলে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
বাপ্পা মুখোপাধ্যায় বলেন, ‘প্রধান সাহেবের এই ধরনের ফরমান জারি করলে আমি প্রতিবাদ করি । তখন তাঁর এক অনুগামী মদ্যপ অবস্থায় আমাকে তেড়ে মারতে আসে । এই দেখে আমার মা আমাকে বাঁচাতে আসেন । তখন প্রধান দীপক ভট্টাচার্য আমার মায়ের বাম হাত ধরে মুচকে দেন । মা হাতে গুরুতর চোট পান । তাঁকে প্রাথমিক চিকিৎসা করাতে হয় ।’ তাঁর কথায়, ‘আমি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত । সেই অপরাধেই প্রধান দীপক ভট্টাচার্য আমাকে সপরিবারে গ্রাম থেকে উচ্ছেদের নিদান দিয়েছেন । বর্তমানে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি । তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।’
এদিন সকালে আমারুন-১ পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্যসহ ৫ তৃণমূল কর্মীর বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন বাপ্পা মুখোপাধ্যায় ।
যদিও ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে গ্রামছাড়া হওয়ার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দীপকবাবু । তাঁর দাবি, তাঁকে বদনাম করার জন্য সম্পুর্ন ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে ।।