এইদিন ওয়েবডেস্ক,হরিয়ানা,৩০ নভেম্বর : পরিচয় গোপন রেখে হিন্দু কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার অভিযোগ উঠল হরিয়ানার ফরিদাবাদের(Faridabad) বাসিন্দা মোহাম্মদ আরিফ (Mohammad Aarif) নামে এক মুসলিম যুবকের বিরুদ্ধে । শুধু তাইই নয়,কিশোরী একাধিকবার ধর্ষণ ও গনধর্ষণের শিকার হয় । তিন বার গর্ভপাত ও মেয়েটির ৬ মাসের কন্যাসন্তানকে হত্যার অভিযোগও উঠেছে ওই যুবক ও তার পরিবারের বিরুদ্ধে । এমনকি মেয়েটিকে হত্যার ষড়যন্ত্র কর হচ্ছিল । কিন্তু প্রেমিক ও তার পরিবারের গোপন ষড়যন্ত্রের কথা মেয়েটি জানতে পারলে সে কোনো রকমে পালিয়ে ফরিদাবাদের সেক্টর ১৬ থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হয় । পুলিশ মোহাম্মদ আরিফসহ ১৪ অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ, ধর্ম পরিবর্তন এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে । গ্রেফতার করা হয়েছে মুল অভিযুক্ত মোহাম্মদ আরিফ ।
ঘটনার বিবরণ দিয়ে জনৈক নেহা সিং রাঠোর নামে এক ‘এক্স’ ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করে লিখেছেন,’আরিফ হল বীর, নাবালিকাকে ফাঁদে ফেলে এবং তাকে ধর্মান্তরিত করে গণধর্ষণ করে।
জোর করে বিয়ের পর বন্ধু ও আত্মীয়দের নিয়ে গণধর্ষণ, তিনবার গর্ভপাত এবং ৬ মাসের মেয়েকেও হত্যা করে। ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের।’ তিনি অভিযুক্ত লাভ জিহাদির ফাঁসির দাবি করেছেন ।
নেহা সিং রাঠোরের পোস্টটি রিপোস্ট করে সাংবাদিক অশ্বিনী শ্রীবাস্তব লিখেছেন,’মোহাম্মদ আরিফ হিন্দু নাম বীর নামে নিজেকে পরিচয় দিয়েছিলেন, হরিয়ানায় একটি নাবালিকা হিন্দু মেয়েকে ফাঁদে ফেলে ইসলামে ধর্মান্তরিত করেছিল এবং বছরের পর বছর ধরে তাকে গণধর্ষণ করেছিল । আরিফ তার ধর্মীয় পরিচয় গোপন করে এবং একটি নাবালিকা হিন্দু মেয়েকে ফাঁদে ফেলে, তাকে নেশাজাতীয় পানীয় পান করায় এবং অশ্লীল ভিডিও রেকর্ড করে, সে তাকে কয়েকবার ধর্ষণ করে। এক বছর ধরে এই অত্যাচার অব্যাহত ছিল।
মেয়েটির সাবালক হলে সে তাকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে দেয়। পরবর্তীকালে, আরিফ, তার বন্ধু এবং পুরুষ আত্মীয়দের সাথে, গণধর্ষণের একাধিক ঘটনার সাথে জড়িত।’
তিনি আরও লিখেছেন,’আরিফ নির্যাতিতাকে তিন বার গর্ভপাত করতে বাধ্য করে এবং তার ৬ মাসের মেয়েকে হত্যা করে। উপরন্তু সে নির্যাতিতাকে মানালি নিয়ে গিয়ে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যার পরিকল্পনা করেছিল ।এই জঘন্য ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ১৬ থানা এলাকায় ঘটেছে। হরিয়ানা পুলিশ ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ, ধর্ম পরিবর্তন এবং অন্যান্য প্রাসঙ্গিক অভিযোগের মামলা দায়ের করেছে ।’
প্রসঙ্গত,লাভ জিহাদ ও ধর্মান্তকরণ রুখতে কঠোর আইন প্রণয়নের কথা দীর্ঘ দিন ধরেই বলে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় । লাভ জিহাদের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ সাজা ফাঁসির দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন ওই বরিষ্ঠ আইনজীবী ।।